কলকাতাভিত্তিক ভারতীয় গণমাধ্যম এই সময়-এ প্রকাশিত নিজের সাক্ষাৎকারকে 'ভুয়া ও মনগড়া' দাবি করে প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে ইউএনবিকে মির্জা ফখরুল বলেন, 'ওই সংবাদ ভুয়া। তারা (এই সময়) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করেছে।'

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্ক সফরে থাকা মির্জা ফখরুল বলেন, প্রতিবেদনটি 'সম্পূর্ণ কল্পনাপ্রসূত।'

তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেদনে যেভাবে লেখা হয়েছে, ওই রকম 'অবাস্তব' মন্তব্য কোনো রাজনৈতিক নেতা করতে পারেন না।

তিনি বলেন, 'এটা উদ্দেশ্যমূলক। আমি কোনোদিন কলকাতার এই সময়কে সাক্ষাৎকার দিইনি।'

সোমবার নিজেদের ওয়েবসাইটে কলকাতার ওই গণমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করে 'বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার' শিরোনামে।

সেখানে দাবি করা হয়, তাদের এক সংবাদদাতা সম্প্রতি ঢাকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়েছেন।

ওই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে এবং জামায়াতে ইসলামী এর তীব্র সমালোচনা করেছে।

সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেছে, কিন্তু বিএনপি এতে 'উৎসাহ দেখায়নি'।

প্রতিবেদনে আরও বলা হয়, মির্জা ফখরুল নাকি বলেছেন, 'অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।'

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন জ্যেষ্ঠ রাজনীতিক এমন সম্পূর্ণ মিথ্যা, অবমাননাকর ও প্রতিহিংসাপরায়ণ মন্তব্য করেছেন—এটা আমাদের জন্য বিশ্বাস করা কঠিন। এসব মন্তব্য একেবারেই সত্য নয় এবং শালীনতাহীন। যদি সত্যিই এগুলো তার বক্তব্য হয়, তবে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাতে বাধ্য।'

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দলটি মির্জা ফখরুলের এমন সাক্ষাৎকারের বিষয়টি অস্বীকার করে জানায়, ভারতের পত্রিকা এই সময়-এ প্রকাশিত সাক্ষাৎকারে তাকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা তিনি কখনোই দেননি।

মির্জা ফখরুল ও বিএনপির এমন দাবির পর 'এই সময়' তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনে প্রকাশিত নিউজে ছবি সংযুক্ত করেছে, যেখানে একসঙ্গে দাঁড়িয়ে আছেন তাদের প্রতিবেদক অনমিত্র চট্টোপাধ্যায় ও মির্জা ফখরুল। এর ক্যাপশনে লেখা হয়েছে, 'ঢাকার গুলশনে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে "এই সময়"। এ মাসের ৪ তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায়।'