স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আওয়ামীলীগ ও  বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামে বিএনপি নেতা মাহফুজ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর সমর্থকের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে।

এসময় বেশ কিছু বাড়ি-ঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শুক্কুর আলী, আসিফ, নুরুল ইসলাম, জান্নাত, শাহাদাতকে ঢাকায় নেয়া হয়েছে। তারা সবাই বিএনপি নেতাকর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামের বিএনপি নেতা মাহফুজ, আনারসহ কয়েকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু, যুবলীগ নেতা নাজমুল ইসলামসহ কয়েকজনের বিরোধ ছিল। ইতোপূর্বে একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সরকার পতনের পর দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ছিলো আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটির সদস্যরা। তবে কয়েকদিন ধরে তারা এলাকায় আবারও ফিরতে থাকে।

বুধবার ফের দু’পক্ষ সংঘাতে জড়িয়ে পরে। হামলায় আহত বিএনপি কর্মী নুরু ইসলাম অভিযোগ করে বলেন, আমরা কয়েকজন বিএনপি নেতাকর্মী স্থানীয় পার্টি অফিসে বসে ছিলাম। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াসসহ কয়েকজন ঈদগাহ মাঠে লোকজন জড়ো করতে থাকে। একপর্যায়ে বহিরাগত লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা গুলি বর্ষণ করে।

বিষয়টি সম্পর্কে প্রতিপক্ষ হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা পলাতক। আজকে আমাদের অনেক লোকজন আহত হয়েছে।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এমএইচআর