আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই সিরিজে অলরাউন্ডার হ্যারি ব্রুকসকে সহকারী অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে আর অধিনায়ক হিসেবে থাকছেন বেন স্টোকস। স্কোয়াডের সবচেয়ে বড় চমক স্পিন অলরাউন্ডার উইল জ্যাক।

সবশেষ ২০২২ সালে দুইটি টেস্ট খেলা জ্যাক এবারের অ্যাশেজ স্কোয়াডের সদস্য। পিচ কন্ডিশনকে মাথায় রেখে স্কোয়াডে নেয়া হয়েছে ৬ পেসার।

অপরদিকে, একমাত্র জেনুইন স্পিনার হিসেবে রয়েছেন শোয়েব বশির। তবে মার্ক উড ও জোফরা আর্চার ছাড়া বাকি বোলারদের অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলার কোনো অভিজ্ঞতা নেই। ইনজুরির কারণে বাদ পড়েছেন ক্রিস ওকস।

অ্যাশেজের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, জফরা আর্চার, গাস আটকিনসন, শোয়াইব বশির, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জ্যামি স্মিথ, জশ টাং ও মার্ক উড।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের এ্যাশেজের। সিরিজিরে বাকি ৪টি ম্যাচ গড়াবে যথাক্রমে ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে।

/এমএইচআর