আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় 'নৌকা' প্রতীক স্থগিত রয়েছে এবং এনসিপির প্রত্যাশিত 'শাপলা' প্রতীক নেই।

বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এই গেজেট প্রকাশ করা হয়েছে।

এই বিধিমালার তফসিলে সংসদ নির্বাচনে 'দলীয়' ও 'স্বতন্ত্র' প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে ১১৫টি হল।

বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি নিবন্ধিত দল রয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও পাঁচটির। নতুন আরও কয়েকটি দল নিবন্ধিত হতে যাচ্ছে।

দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক সংরক্ষণে রেখেছে কমিশন।

নিবন্ধন প্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। কিন্তু নির্বাচন কমিশন এই তালিকায় প্রতীকটি রাখেনি। সেক্ষেত্রে এবারের নির্বাচনে দলটির আর 'শাপলা' প্রতীক পাওয়ার সুযোগ নেই।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে 'নৌকা' প্রতীকটিও তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। তবে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সংরক্ষিত তালিকায় 'নৌকা' প্রতীক বহাল রেখেছে, তবে স্থগিত রাখা হয়েছে।

নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতের 'দাঁড়িপাল্লা' প্রতীকও তালিকায় পুনর্বহাল হয়েছে।

গেজেটের ১১৫ প্রতীক

আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা;, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন ও টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।

আরও আছে—ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।