চট্টগ্রাম: কর্ণফুলী নদী থেকে এক হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর হালদা মোহনা অঞ্চল থেকে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বাংলানিউজকে বলেন, কর্ণফুলী নদীর হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো. মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মো. নোমান এবং হালদা পাহারাদার সুমন দাস উপস্থিত ছিলেন।
বিই/টিসি
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!