রাজধানীতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা ও ট্রাকের চাপায় নদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী লুৎফর রহমান রায়হান (২৬) নিহত হয়েছেন।

বুধবার রাত ১২টার দিকে কারওয়ানবাজারে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী ছিটকে পড়ে। পরে একটি ট্রাক তাদের চাপা দেয়। দুর্ঘটনার পরপরই ট্রাক ও কাভার্ডভ্যান পালিয়ে যায়। তবে ট্রাকের হেল্পার তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সজীব (২৬) আহত হয়েছেন বলে জানান তিনি।