যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার নোলামারা এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নসিব তালুকদার (৫০) অভয়নগরের গোপীনাথপুর গ্রামের হামিদ তালুকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গতকাল ভোররাত পৌনে ৪টার দিকে নসিব একটি মাছের ঘেরে মাছ চুরি করতে ঢোকেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে 'চোর, চোর' বলে চিৎকার শুরু করে। পরে তারা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, নোলামারা এলাকায় একটি মাছের ঘেরের পাশে নসিবের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।