বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ একেবারে ফাইনালের মতো। পাকিস্তানকে হারাতে পারলে উঠবে শিরোপার লড়াইয়ে, হারলে বিদায়।

তবে এ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, লিটন দাসকে কি পাওয়া যাবে?

মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন। এরপর ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেননি, ড্রেসিংরুমেই কাটিয়েছেন সময়। অধিনায়কত্বও সামলাতে হয়েছে জাকের আলী অনিককে। এখন পাকিস্তানের বিপক্ষেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তবে আশার সুর গণমাধ্যমকে শোনালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘লিটনের শরীরে কিছুটা সমস্যা ছিল। চিকিৎসক দল পর্যবেক্ষণে রেখেছে। আমরা আশা করছি, ভালো খবর পাব। ’

ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীও জানিয়েছেন, ম্যাচের আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ‘লিটন পর্যবেক্ষণে আছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ’

এফবি/আরইউ