প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। 

তিনি বলেন, 'রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট করার জন্য যা যা করার দরকার জোরেশোরে আমরা প্রস্তুতি নিচ্ছি।'

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

এছাড়া, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে ভোটের উল্লেখ নেই, তাই এ পদ্ধতিতে নির্বাচন আপাতত সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে হবে? জানতে চাইলে সিইসি নাসিরউদ্দিন বলেন, 'দলগুলো নিয়ে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হচ্ছে। রেজিস্ট্রেশনের জন্য আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পর কোন অভিযোগ এলে সেগুলো আবার অ্যাড্রেস করতে হবে।'

নতুন কয়টি দল নিবন্ধন পেতে যাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সিইসি। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এর আগে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তখন কোনো আলোচনা ছিল না। এখন কেন এত আলোচনা বুঝলাম না।'

নির্বাচনী বিধি সংশোধন করে এনসিপির জন্য শাপলা প্রতীক চেয়ে গতকাল দেওয়া চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'এটা কমিশনে আলোচনা করে করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা কমিশন সভায় বসে আলোচনা করে যা করার করব।' 

এনসিপি শাপলা পাচ্ছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, 'এটাও কমিশনের সিদ্ধান্ত। সব সিদ্ধান্তের যদি আমরা কারণ ব্যাখা করতে চাই, তাহলে তো কাজ করা মুশকিল।'

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। রমজানের আগে নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরেশোরে নিচ্ছি।'

'আমরা কারও কথায় চলতে চাই না, আইনকানুন মতো চলতে চাই, কনস্টিটিউশন মতো চলতে চাই। কাউকে ফেভার করার জন্য না, নিরপেক্ষভাবে কাজ করতে চাই,' বলেন তিনি।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে 'ফাউল করা' থেকে দূরে থাকতে আহ্বান জানিয়ে এ এম এম নাসিরউদ্দিন বলেন, 'যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই মাঠে নামেন, তাহলে মুশকিল। কেউ ফাউল যেন না করতে পারে, তার যাবতীয় ব্যবস্থা আমরা নেবো।'

সিইসি আরও বলেন, 'একটা লেভেল প্লেয়িং ফিল্ড যেন হয়, সবাই যেন সুন্দরভাবে খেলতে পারে, সেই ব্যবস্থা করে দেবো।'

ইসি সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কিনা এবং জাতীয় পার্টি সংলাপে থাকবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, 'সময় আসুক। আমরা শুরু করিনি। রাজনৈতিক দলের সঙ্গে পরে বসব। এখন সিভিল সোসাইটি, নারী রিপ্রেজেন্টেটিভ, একাডেমিশিয়ানস, মিডিয়া পার্সোনালিটিসদের সঙ্গে আগে বসব।'

আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট হবে কি না, জানতে চাইলে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, 'পিআর আরপিওতে নেই। আইন না বদলালে আমি এটা করতে পারি না।'

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কানাডা সফর শেষে গত ১৮ সেপ্টেম্বর দেশে ফেরেন সিইসি। সফর প্রসঙ্গে সিইসি বলেন, 'কানাডা গিয়ে দেখলাম প্রবাসীদের বোঝার ও জানার মধ্যে অনেক গ্যাপ আছে। প্রবাসী ভোটের সিস্টেম মাত্র শুরু করলাম। ইসির প্রতি যে আস্থা সেটা আগে রিস্টোর করা দরকার। আস্থা ফিরিয়ে আনা দরকার। আইটি সাপোর্টে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়া হবে।'