বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অভিজ্ঞতা থেকে বলা যায় পিআর মানে 'পারমানেন্ট রেস্টলেসনেস', যার সর্বশেষ অভিজ্ঞতা নেপাল।

আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে।

পৃথিবীর বিভিন্ন দেশের পিআরের অভিজ্ঞতা তুলে ধরে সালাউদ্দিন বলেন, 'কোথাও কোথাও নির্বাচনের পর এক-দেড় বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে। আবার কোনোরকমে সরকার গঠন করতে পারলেও, সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা এক বছর দেড় বছর হয়।'

'বাংলাদেশে এটা (পিআর) কারা চালু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য কী? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যেন কিছু সিট বেশি পায়। কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে যে, বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে,' বলেন তিনি।

পিআর পদ্ধতিতে সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা আসে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'পিআরের মাধ্যমে মেজরিটি পার্টি সরকার গঠন না করতে পারলে কাদের লাভ? বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ।'

তিনি বলেন, 'পিআর পদ্ধতি সম্পর্কে আমার জানা ছিল প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন। কিন্তু সারা পৃথিবীতে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন আদলে বিভিন্নভাবে চালু আছে। তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায় পিআর মানে হচ্ছে পারমানেন্ট রেস্টলেসনেস (স্থায়ী অস্থিরতা), যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল।'

'আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি চায় না, যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। চায় না কারণ তাদের স্বার্থ জড়িত আছে। বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে অস্থিতিশীলতা থাকে তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে,' বলেন তিনি।