গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হকের ছেলে।
জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার মো. মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির-উজ-জামান জানান, বিকেলে নুর ইসলাম টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫০ ডাউন বলাকা কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুর ইসলামের মৃত্যু হয়।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ।
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!