আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবীদের সঙ্গে আজ রোববার সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শনিবার বিকেলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে।
তিনি আরও বলেন, ইসির সঙ্গে অংশীজনদের সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে অক্টোবরের মাঝামাঝিতে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাইযোদ্ধা ও গণমাধ্যমকর্মীর সঙ্গে নির্বাচনী সংলাপে বসার কথা আছে।
রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!