জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে ওসমান হারুনি নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পলবান্ধা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসমান হারুনি মোহনা টেলিভিশন ও দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি ছিলেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

'সকালে খাবার খেয়ে ওসমান ল্যাপটপ নিয়ে তার নিজের কক্ষে যান। দুপুরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় জানান। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে,' বলেন আতিকুর।

তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে কিডনিজনিত অসুস্থতা ও আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছিলেন ওসমান।