দেশে দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই একটি মহল খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই মহলটি চাইছে উৎসব যেন ধর্মীয় উদ্দীপনা এবং উৎসবমুখরভাবে সম্পন্ন হতে না পারে।

আজ সোমবার ঢাকায় পুরানা রমনা থানা ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'একটি মহল চাইছে উৎসব যেন ধর্মীয় উদ্দীপনা ও উৎসবমুখরভাবে হতে না পারে। এজন্য একটা মহল চেষ্টা করছে। তারাই খাগড়াছড়িতে এটা ঘটানোর চেষ্টা করছে।'

খাগড়াছড়ির অস্থিরতায় বহিরাগত ইন্ধন ও অস্ত্রের যোগানের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'প্রতিবেশি রাষ্ট্র এবং ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।'

তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, 'কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করছে এবং এই অস্ত্রগুলো বাইরে থেকে আসছে।'

তবে খাগরাছড়ির পরিস্থিত এখন মোটামুটি সন্তোষজনক আছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বিশৃঙ্খলা প্রতিহত করতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সবার প্রতি আহ্বান জানান, দুর্গাপূজা চলার সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে, এবং যেন পূজা নির্বিঘ্নে উদযাপন করা যায়।