বরিশালে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
ঘটনার এক সপ্তাহ পর সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তার জয় সাহা (৩০) নগরীর স্ব-রোড বাকলার মোড় এলাকার বাসিন্দা। তিনি মাদক মামলার আসামি। তাকে গত ২২ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছিল।
ওসি মিজানুর রহমান বলেন, গত ২২ সেপ্টেম্বর রাতের খাবার দেওয়ার জন্য হাজতখানা থেকে জয়কে বের করা হয়। তখন জয় কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর ওয়ার্ড কালাখার বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএস/এমজেএফ
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!