ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে আবারও পেলেন গোলের দেখা; করলেন হ্যাটট্রিকও। তার নৈপুণ্যে কাজাখস্তানের কয়রাত আলমাতিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
দুই ম্যাচে দুটি জয় নিয়ে ৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল। বিপরীতে টানা দুই ম্যাচ হেরে একেবারে তলানিতে আলমাতি।
আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারের হতাশা আর দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে শুরুটা কিছুটা নড়বড়ে ছিল রেয়ালের। প্রথম মিনিটেই গোল হজম করতে বসেছিল তারা; তবে দাস্তানের হেড গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে জমা পড়ায় বেঁচে যায় সফরকারীরা। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে রিয়াল।
২৫তম মিনিটে আসে প্রথম গোল। ডি-বক্সে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে সঠিক নিশানায় বল পাঠান এমবাপ্পে। এটি ছিল চলতি আসরে তার তৃতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম ম্যাচে গোল।
বিরতির পরও থেমে থাকেননি তিনি। ৫২তম মিনিটে কোর্তোয়ার লম্বা কিকে অফসাইড ফাঁদ ভেঙে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা। ৭৫তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এতে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ৬০-এ, মাত্র ৮৯ ম্যাচে। নতুন মৌসুমে সব মিলিয়ে তার গোল এখন ১৩।
শেষ দিকে ব্যবধান বাড়ায় বাকি দুজন বদলি খেলোয়াড়। ৮৩তম মিনিটে রদ্রিগোর ক্রসে হেড করে গোল করেন কামাভিঙ্গা। যোগ করা সময়ে এমবাপ্পের বদলি গন্সালো গার্সিয়ার পাস থেকে কোনাকুনি শটে জালে বল জড়িয়ে দেন ব্রাহিম দিয়াস।
শুরুতে সুযোগ হাতছাড়া করলেও পরে আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের হ্যাটট্রিক ও সতীর্থদের সহায়তায় শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
আরইউ
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!