চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সরকারের ঘোষণা অনু্যায়ী আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ নির্বাচন বানচাল করার জন্য একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী।

ষড়যন্ত্রের বিরুদ্ধে  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে । নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ফটিকছড়ির খিরাম ইউনিয়নের ৪নং ওর্য়াডের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় কৃষক দলের আহবায়ক নুরুল আলম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল ফয়েজের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন আবুল বশর কোম্পানি।  

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জেলা কৃষক দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন মো. মুছা, আবুল কালাম, মো. মানিক, মাওলানা ইয়াহিয়া, মো. জসিম। এ সময় উপস্থিত ছিলেন খালেদ বাবুল, নুরুল হুদা, শহিদুল ইসলাম, মো. রাসেল, এমদাদ হোসেন, মো. মোরশেদ প্রমুখ।

পিডি/টিসি