ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল পেজ দ্বিতীয় দফায় ফের হ্যাকড হয়েছে। দশ ঘণ্টা হ্যাকার গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার পর শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ইসলামী ব্যাংকের আইটি টিম পেজের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

এরপর পাঁচ ঘণ্টা না যেতেই রাত ৯টায় আবার একই হ্যাকার গ্রুপ নিয়ন্ত্রণ নেয়।

এর আগে শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে হ্যাকাররা। হ্যাকাররা নিজেদের ‘Team MS 47OX’ পরিচয় দিয়ে জানায়, শিগগির ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে।

সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি ফেসবুকের সার্চ অপশনে অদৃশ্য হয়ে যায়। এতে গ্রাহক ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শেষে বিকেল ৫টার দিকে ব্যাংকটির আইটি টিম কাজ করার নিয়ন্ত্রণ ফিরে পায়।  

জেডএ/জেএইচ