টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুনে দগ্ধ হয়ে গত ২৪ অক্টোবর মারা যান ফায়ার ফাইটার নুরুল হুদা। তার মৃত্যুর ১২ দিন পর আজ সোমবার সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, নুরুলের মৃত্যুর ১২ দিন পর আজ সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয় ছেলে সন্তানের। 

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন নুরুল হুদা। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার দুইদিন পর ২৪ সেপ্টেম্বর তিনি মারা যান।

ওই ঘটনায় আরও ২ ফায়ার ফাইটার ও এক দোকান কর্মচারীও দগ্ধ হয়ে মারা যান।

ফায়ার সার্ভিস জানায়, নূরুল হুদার জন্ম ১৯৮৭ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন।

সদ্যোজাত সন্তান ছাড়াও তার ১০ বছরের এক মেয়ে ও ৩ বছরের এক ছেলে আছে।