কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদ থেকে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন এক কাঠ ব্যবসায়ী।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যবসায়ী মনসুর আলী (৪৫) বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজানের পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসছে গাছের গুঁড়ি ও কাঠ। এসব সংগ্রহ করতে সোমবার সকালে একদল স্থানীয় লোকজন দুধকুমার নদে নামে। তাদের সঙ্গে মনসুর আলীও নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।
উপস্থিত লোকজন চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল উদ্ধারকাজে নামে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!