জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলটির আরও তিন নেতাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের মামলা আমলে নিয়ে আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বলেন, মামলাটি 'প্রাইমা ফেসি' (প্রাথমিক যথেষ্ট প্রমাণ রয়েছে) এবং মামলাটি চালিয়ে যাওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিকভাবে মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সদরুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানান, চার আসামিই বর্তমানে পলাতক।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার করে আগামী ১৪ অক্টোবর উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
তিনি জানান, তদন্ত সংস্থা যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য-প্রমাণাদি উপস্থাপন করেছে—মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে, তাদের (দলের) কোর কমিটির সদস্য হিসেবে, আওয়ামী লীগের প্রত্যেকটি সিদ্ধান্তে (ডিসিশন মেকিং) তার ভূমিকা রয়েছে।
'বিগত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে নিরস্ত্র-নিরীহ ছাত্র-জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যেসব সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল, ইন্ধন ছিল,' বলেন তাজুল।
তিনি আরও বলেন, 'তার বিরুদ্ধে ইতোমধ্যে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট এবং সেই ব্যাপারে ওবায়দুল কাদেরের যে বক্তব্য, সেই মিটিংয়ে নিজে উপস্থিত থেকে ওবায়দুল কাদেরের সঙ্গে এই সিদ্ধান্তে একমত পোষণ করা ও সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা; ২৯ জুলাই কুষ্টিয়ায় একটি মিটিং করে ছাত্র-জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেওয়া ও ষড়যন্ত্র করা এবং তৃতীয় অভিযোগ, জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যা করা।'
'এই তিনটি অভিযোগে আজ তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে,' যোগ করেন তিনি।
জনগণের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের বিচারকার্য শেষ করা সম্ভব হবে বলেও এ সময় জানান তিনি।
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!