গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী এলাকার আমবাগ নাদের আলী স্কুলের পেছনে অবস্থিত ওই গোডাউনটিতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

কোনাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খাইরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথমে ৯৯৯ এ কল পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাড়াবো ও জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।