আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের লালবাগের আজিমপুর দায়রা শরিফ আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শুরু হওয়া এ অভিযানে কোটি টাকা মূল্যের ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

এর মধ্যে একটি বিএমডব্লিউ গাড়িও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ১২ তলা ভবনের নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি কক্ষে এসব গাড়ি লুকিয়ে রাখা হয়েছিল।

কয়েক কোটি টাকার গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি। কেন সেগুলো আলাদা রুমে টিনশেড দিয়ে লুকানো হয়েছিল সে বিষয়েও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

অভিযান চলাকালীন ওই ম্যানেজারকে আটক করেছে যৌথবাহিনী।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষে গাড়িগুলো থানায় আনা হবে এবং তখন বিস্তারিত জানানো সম্ভব হবে।

এমএমআই/আরএইচ