কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত আল আমিন (৩৫) উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

আজ রোববার তার স্ত্রী দিলোয়ারা আক্তার (২৮) একই গ্রামের মো. শামীম মিয়াকে এক নম্বর আসামি করে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।  

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান দ্য ডেইলি স্টারকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট খেলা নিয়ে মোবাইল ফোনে অনলাইন জুয়া নিয়ে শামীমের সঙ্গে আল-আমিনের কথা কাটাকাটি হয়। পরে শামীমসহ অন্যরা আল-আমিনকে লাঠিসোটা দিয়ে পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপায়।

গুরুতর আহত আল-আমিনকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসামিরা তার ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।

সেসময় সেনাবাহিনীর একটি টহল দল আল-আমিন ও আহত আরও দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আল-আমিনকে থানায় নেওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। 

তাকে আবার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোরে তিনি মারা যান।

আজ রোববার দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আল-আমিনকে দাফন করা হয়।

ওসি মো. সাব্বির রহমান বলেন, 'আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।'