লালমনিরহাটের হাতীবান্ধা থানা ঘেরাও-ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লাভলু হাতীবান্ধা উপজেলা যুবদলের সহসভাপতি ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলার এজাহারভুক্ত আসামি লাভলু। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই রাতে পাটগ্রাম থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতীবান্ধা থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে অবরুদ্ধ রাখার অভিযোগে মামলা হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এএসআই) শাহেদুল ইসলাম বাদী হয়ে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের ২৭ জন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলাটি দায়ের করেছিলেন।