ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কৃষি জমি থেকে মানব কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমণ্ডল গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জুয়েল আহমেদ রানা নামে এক যুবক ধানখেতে কীটনাশক ছিটানোর সময় কঙ্কালের অংশ বিশেষ দেখতে পান।

রানার ধারণা, কঙ্কালটি তার বাবা মিন্নত আলীর (৫৪) হতে পারে।

গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মিন্নত। কোথাও সন্ধান না পেয়ে গত মঙ্গলবার নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রানা।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, 'পুরো কঙ্কাল পাওয়া যায়নি। আমরা অংশ বিশেষ পেয়েছি।'

'পাশে পড়ে থাকা কাপড় দেখে রানা ধারণা করছেন, কৃষি কাজ করার সময় হিটস্ট্রোক বা অন্য কোনো কারণে তার বাবার মৃত্যু হয়ে থাকতে পারে। পরে হয়তো শিয়াল-কুকুর মরদেহ ক্ষতবিক্ষত করে ফেলে,' বলেন তানভীর।

সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়তোষ। তিনি জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।