চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী। তবে ধরা পড়ার পর আতঙ্কে পরীক্ষার কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ওশানোগ্রাফি বিভাগের সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষার সময় এক প্রার্থী মোবাইল ফোন দেখে নকল করছিলেন। আমাদের পরিদর্শকরা বিষয়টি জানতে পেরে তার কাছে গেলে তিনি পালিয়ে যান। তার মোবাইল ফোন, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তিনি আমাদের কর্মচারী, তাই আমরা প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করব। প্রাথমিক শাস্তি হিসেবে তাকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।'
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওশানোগ্রাফি বিভাগের সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রফিকুল আলম। তিনি বর্তমানে চবির ফাইন্যান্স বিভাগে নিম্নমান সহকারী হিসেবে কর্মরত।
কর্তৃপক্ষ আরও জানায়, পরীক্ষা শুরুর আধঘণ্টা পর মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখতে দেখা যায় রফিকুলকে। বিষয়টি নজরে এলে হল পরিদর্শক ডেপুটি রেজিস্ট্রার আইরিন পারভিন ও সহকারী রেজিস্ট্রার মইনুল হোসেন তাকে হাতেনাতে ধরেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল আলমকে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!