স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল: 

টাঙ্গাইলের লৌহজং নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরেকজন শিশু নিখোঁজ রয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম আকুর টাকুর পাড়ার স্টেডিয়াম ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

মূলত মাছ ধরতে গিয়ে লৌহজং নদীতে পড়ে যায় শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮) ও আব্দুল করিমের ছেলে আব্দুল আহসান আদিব (১১)।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পরিবার জানায়, দুজনেই স্কুল থেকে এসে বাসায়ই খেলছিল। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে ছোট মশারির মত জাল নিয়ে তারা মাছ ধরতে আসে নদীতে। এক পর্যায়ে নদীর পাড়ের খাড়া ঢালে পানিতে পড়ে ডুবে যায় বলে ধারণা এলাকাবাসীর।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এস এম হুমায়ুন কাণায়েন জানান, খবর পাওয়ার সাথে সাথেই চলে আসি আমরা। দু’জন ডুবুরিকে কাজে লাগাই। একজন শিশুকে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়। তবে, অপর শিশুকে এখনও পাওয়া যায়নি; খোঁজাখুজি চলছে। নদীতে স্রোত রয়েছে তাই নিখোঁজের যায়গা থেকে দূরেও সরে যেতে পারে। শিশুটিকে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

/এমএইচআর