রাজধানীর যাত্রাবাড়ীতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন একই পরিবারের চারজন। এ ঘটনায় বাবার পর এবার মারা গেল নয় বছর বয়সী ছেলেও। আজ সোমবার সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুটির নাম তানভীর হোসেন (৯)। এর আগে গত ২৪ সেপ্টেম্বর তার বাবা তুহিন হোসেন (৩৮) মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় তার মা ইভা আক্তার (৩০) ৮ শতাংশ ও ভাই তাওহীদ (৭) ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা দুজন বর্তমানে চিকিৎসাধীন।
গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকার একটি ভবনের সপ্তম তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, ওই বাসায় স্বামী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন ইভা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দিঘলপাড়া গ্রামে। তুহিন রাজধানীর মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।
ফারজানা বলেন, সেদিন রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ এসি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। পরে আশপাশের ভাড়াটেরা এসে আগুন নিভিয়ে দগ্ধ চারজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!